ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে মুজিবকোট ও শাড়ি উপহার দিয়েছেন রাষ্ট্রপতিপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ইটনা উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ উপহার সামগ্রী প্রদান করেন তিনি।
এরমধ্যে জীবিত মুক্তিযোদ্ধাদের মুজিবকোট উপহার দেওয়া হয়েছে। এছাড়াও তাদের পরিবারের নারী সদস্যদেরকে দেওয়া হয়েছে শাড়ি।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরই আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করে থাকি। এবার স্বাধীনতার ৫০ বছর পার করে বাংলাদেশ পদার্পণ করলো ৫১তম বছরে। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজনটাকে খানিকটা ব্যতিক্রমী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহবার উদ্দিন ঠাকুর প্রমুখ।
বীরমুক্তিযোদ্ধা রওশন আলী রুশো জানান, বর্তমানের সংশোধিত তালিকায় ১৫৬ জন বীরমুক্তিযোদ্ধার জন্ম এ উপজেলায়। তাদের মধ্যে ৮৩ জন জীবিত। তিনি আরো বলেন, এবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও শত জন্মবার্ষিকী। এই সময়ে এমপি তৌফিক সাহেবের পক্ষ থেকে মুজিব শতবর্ষের এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।