নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ঐক্য সমাজ সংঘের উদ্যোগে ২ টি প্রতিষ্ঠানসহ ৩০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ১টি কওমি মাদ্রাসা, ১টি বৃদ্বাশ্রমসহ চর কামটখালী গ্রামের ৩০ জন দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
ঐক্য সমাজ সংঘের সভাপতি হাজ্জাজ বিন হাফিজ রনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ–সভাপতি আলমগীর হোসাইন ও প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মো. এনামুল হক, রফিকুল ইসলাম, শাহেদ আলী, জালাল উদ্দিন, মো. স্বপন মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য করুন