ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছেপে প্রচারণা

প্রতিবেদক
-
ডিসেম্বর ১৭, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। অথচ এক প্রার্থী কয়েকদিন আগে থেকেই প্রতীক সংবলিত পোস্টার ছেপে প্রচারণা শুরু করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফারুক আহম্মেদ ঘোড়া প্রতীকে পোস্টার ছেপে প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি ভাইরাল হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফারুক আহম্মেদ জানান, তিনিই একমাত্র ঘোড়া প্রতীক বরাদ্দ চেয়েছেন। সে কারণে কেউ হয়তো ফেসবুকে দিয়েছে বলে শুনেছেন তিনি। তবে কোথাও পোস্টার লাগানো হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে অপর এক প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছাপিয়ে প্রচারণা নির্বাচনী আচারণবিধির সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিবেন বলে জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম ভূইয়া জানান, প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী কোন অবস্থাতেই প্রচারণা চালাতে পারেননা। এ বিষয়ে অভিযুক্ত প্রার্থীকে নোটিশ করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন