পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী নরসুন্দা বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রধান শিক্ষক মো. শামসুল মুসলেমিন মতি স্মরণে আলোচনা, দোয়া ও মুকুট ফান্ডিং হস্তান্তর অনুষ্ঠান শনিবার সকালে চরটেকী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
নরসুন্দা বিদ্যা নিকতন প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার মিরপুর বিএডিসি হাই স্কুলের শিক্ষক সুমন বাঙালি। প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, পাকুন্দিয়া কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল হাই, চরটেকী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহজাহান, অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক মো. আল মামুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাফায়েত হোসেন মাসুম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আওয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অক্সফোর্ড স্কুলের শিক্ষক আজহারুল ইসলাম মুকসুদ।
অনুষ্ঠানে চরটেকী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. মোমতাজ উদ্দিন, ঢাকার ব্যবসায়ী কামরুল ইসলাম তুহিন সরকার, নরসুন্দা বিদ্যা নিকেতনের সাবেক শিক্ষক মো. সাইফুল আলম, প্রকৌশলী এস. এম মুরাদ হাসান তানভীর বাবু, হাজী জাফর আলী কলেজের প্রভাষক মো. শাহ আলম, অক্সফোর্ড স্কুলের পরিচালক মো. আব্দুল কাইয়ুম, দন্ত চিকিৎসক রবিউল্লাহ আল মামুন, সিনহা টেক্সটাইল মিলের হিসাব কর্মকর্তা ফরহাদ আহমদ ছোটন সরকার, ঢাকার ব্যবসায়ী মঈন নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর প্রয়াত শামছুল মুসলেমিন মতির একমাত্র শিশুসন্তান মুকুট কন্দার হাতে শিক্ষা ব্যয়ের ২ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
দোয়া পরিচালনা করেন চরটেকী দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম এবং অক্সফোর্ড স্কুলে বিনা বেতনে পড়ানোর ঘোষণা দেন মো. আজহারুল ইসলাম মুকসুদ।