পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ধাপের তফসিল শনিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হচ্ছে জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডিপাশা ও সুখিয়া। এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুয়ারি ও মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। আপিল দায়ের ৭–৯ জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০–১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।
আপনার মন্তব্য করুন