হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলনের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর শাখা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সন্তোষ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক, সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, দিলীপ কুমার সরকার, গীতা রানী ঘোষ, বীথি রানী মোদক, ঝরনা রাণী সরকার, পৌর কমিটির সভাপতি নরেশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বণিক (তাপস), উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তাপস দেবনাথ ও রাজীব চন্দ্র সাহা।