নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বীর কামটখালী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সনের ৫ম শ্রেণির পরীক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর কামটখালী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল, সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম, অভিভাবক সদস্য মো. সবজে আলী ক্বারি ও পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা।
পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) হবেনা। এর পরিবর্তে নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।