হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ।
উপজেলার ৬টি ইউনিয়নে ৫৮ জন প্রিসাইডিং অফিসার, ৩৫৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৭১৪ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য করুন