নিজস্ব প্রতিবেদক: মহিলা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের উপ পরিষদের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে অনুষ্ঠিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ কমিটি গঠন করা হয়।
তাসলিমা সুইটিকে সভাপতি ও সংরক্ষিত মহিলা মেম্বার ললিতা বেগমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপ–পরিষদের সদস্য তাহমিনা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। আলোচনা করেন উপ–পরিষদের সদস্য কামরুন্নাহার ও মাহফুজা আরা পলক। আলোচনা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় চৌদ্দশত ইউনিয়নের তিনজন মহিলা মেম্বারসহ বিভিন্ন গ্রামের ৭০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন