নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৬২০ পিস ইয়াবাসহ ফরিদ মৃধা (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালায়। এ সময় ১৬২০ পিস ইয়াবাসহ ফরিদ মৃধাকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগায়বিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত হীরণ মৃধার ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার ফরিদ মৃধাকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন