হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন সিদলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, পুমদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আবদুল কাইয়ুম, আড়াইবাড়িয়া ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. খুর্শিদ উদ্দিন, শাহেদল ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজ উদ্দিন ও জিনারী ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আজহারুল ইসলাম রুহিত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উপজেলার ৬টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।