নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ২৯ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এরমধ্যে করিমগঞ্জ উপজেলার ১১টি, তাড়াইল উপজেলার ৭টি ও বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন ও বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন