পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদীতে মাইক্রোবাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন। আহতরা হলেন অটোরিকশাচালক পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া গ্রামের ইমরান (১৭), অটোরিকশার যাত্রী মদীনা (৩০), তোরাব আলী (৫০), ফাতেমা (৪০), মাইক্রোবাসের চালক নেত্রকোণা জেলার সুমন (২৫)।
আহতদের মধ্যে মাইক্রোবাসের চালককে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদেরকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য করুন