হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ পরিচালক সারমিনা সাত্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সিএ কাম ইউডিএ স্বপন কুমার বর্মণ।
প্রশিক্ষণে ৫৮ জন গ্রাম পুলিশ অংশ নিচ্ছেন।
আপনার মন্তব্য করুন