ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৫০ কেক কেটে বিজয় মহোৎসব উদ্বোধন

প্রতিবেদক
-
ডিসেম্বর ২৯, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী বিজয় মহোৎসব শুরু হয়েছে কিশোরগঞ্জেসম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানপরে উড়ানো হয় বেলুন ও ৫০টি ফানুস। মূল আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও অতিথিরা লাল সবুজ থ্রিপিস পড়া ৫০ জন শিশুকে সাথে নিয়ে ৫০ টি কেক কাটেন। এরপর একে একে কবিতা আবৃত্তি, নৃত্য, দেশত্মবোধক গান, জারি গানে মেতে উঠে হাজারো দর্শক।

বিজয় মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে এবং ছড়াকার হারুণ আল রশিদ ও সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আসমা, বিশিষ্ট ছড়াকার ও লেখক জাহাঙ্গীর আলম জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

৩০ ডিসেম্বর পর্যন্ত টানা তিনদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। এ উপলক্ষে লাল আর সবুজে সাজানো হয়েছে নরসুন্দা মুক্তমঞ্চকে।

আপনার মন্তব্য করুন