স্টাফ রিপোর্টার: আগের তুলনায় লকডাউনের ষষ্ঠদিনে আজ মঙ্গলবার কিশোরগঞ্জে অনেকটা কঠোর অবস্থানে ছিল প্রশাসন। ফলে জরুরী কাজে নিয়োজিত ছাড়া অন্য কোন যানবাহন সহজে চলতে পারেনি। রাস্তাঘাট আগের তুলনায় ছিল অনেকটা ফাঁকা।
লকডাউনে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। অটোরিকশা চলাচলের ক্ষেত্রে কঠোর হলেও অন্যান্য যানবাহন চলাচলে প্রশাসন শিথিলতা দেখিয়েছে বলে অভিযোগ রয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের টহলদলও সক্রিয় ছিল। অযাচিতভাবে যানবাহন চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককে জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু অটোরিকশা আটক করে পুরাতন স্টেডিয়ামে রাখা হয়। লকডাউনের শুরু থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করছেনা।
শহরে কিছু কিছু দোকান পাটে সাটার অর্ধেক খোলা রেখে বেচা কেনা করতে দেখা গেছে। তবে বেশিরভাগ দোকানপাটই বন্ধ ছিল। মাঝে মাঝে কিছু মোটর সাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করলেও প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে। তবে এগুলো আটক করতে দেখা যায়নি।
অটোরিকশা আটক করায় অটোচালকদের কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে তারা জানান, রাস্তায় বের হলেই অটোরিকশার চাবি ও সিট নিয়ে যাচ্ছে। অনেক অটোরিকশা আটক করে রাখা হচ্ছে। জরিমানা করা হচ্ছে। অথচ বড় লোকদের গাড়ি চলাচল করলেও সেগুলো আটক করা হয়না।