নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের সমাবেশে লক্ষাধিক লোকের জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দলের সকল নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকালে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ করবে বিএনপি।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বিএনপি নেতারা এ কথা জানান। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি দেশের সম্পদ, জনগণের সম্পদ। তার জীবন আজ বিপন্ন। যথাসময়ে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে না পারলে তার জীবন রক্ষা করা যাবেনা। অথচ সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছেনা। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে ও দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু সরকার কর্ণপাত করছেনা। তার জীবন বাঁচাতে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে দল। এ আন্দোলন শুধুমাত্র তার মুক্তির জন্য নয়, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি বলেন, সরকারের মাথার ওপর থেকে যেমন ছায়া সরে যাচ্ছে, পায়ের তলা থেকেও তেমনি মাটি সরে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার।
বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে স্থানীয় প্র্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও রুহুল হোসাইন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক মীর কামরুল ইসলাম সামু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদার, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।