হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে ৪৬ জন এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
২২টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা থেকে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
আপনার মন্তব্য করুন