নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারের সাতটি দোকান আগুনে পুড়ে গেছে।
বুধবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে সাতজন ব্যাবসায়ীর প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকলেই নান্দাইল উপজেলার বাসিন্দা।
আগুন লাগার খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল মালেক।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সকলেই ভাড়াটিয়া। তারা হলেন, মুদি দোকানদার রঞ্জিত সরকার, মো. আসাদ, মাজেদুল করিম, মোবাইল ফোনের দোকানদার আনোয়ার হোসেন, গবাদি পশুর ওষুধের দোকানদার সোহেল মিয়া, ফার্নিচারের দোকানদার আ. সোবহান ও ফার্নিচার তৈরির দোকানদার মিলন সূত্রধর।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের মালিক হলেন চার ব্যক্তি। তারা হলেন মো. হায়দার আলী, আ. জব্বার, রতন মিয়া ও গিয়াস উদ্দিন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রঞ্জিত সরকার বলেন, আমরা সবাই মধুপুর বাজারের ভাড়াটিয়া ব্যবসায়ী। সকলের মালামাল ও পুঁজি আগুনে পুড়ে যাওয়ায় এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এ অবস্থায় সরকারিভাবে আর্থিক সহায়তা কামনা করেন তিনি।