নিজস্ব প্রতিবেদক: উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা কমিটির এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়া। সভায় উদীচী কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রিয় সংগঠন বিষয়ক সম্পাদক কঙ্কন নাগ, কেন্দ্রিয় সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিতে ফিরোজ উদ্দীন ভূঁইয়াকে চেয়ারম্যান, দুলাল দত্ত রাখালকে কো চেয়ারম্যান, স্বপন কুমার বর্মণকে আহ্বায়ক ও রঞ্জিত সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন এডভোকেট শেখ এ. কে. এম নূরুন্নবী বাদল, আব্দুল ওয়াহাব, আবুল হাশেম, দেবব্রত দাস, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, সাইফউদ্দীন আহমেদ লেনিন, বাবুল রেজা, রতন বর্মণ, সেতু, নয়ন দাস, হুমায়ুন আহমেদ, নাসিমা রহমান ও চিত্তরঞ্জন বর্মণ।
সভায় আগামী ১৮ ফেব্রুয়ারি উদীচী জেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগেই সকল শাখার সম্মেলন ও সদস্যপদ নবায়ন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।