করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচির আগে থেকেই শিশুরা বইয়ের জন্য বিদ্যালয়ে আসতে থাকে। বইয়ের অপেক্ষায় প্রহর গুণতে থাকে তারা। নতুন বই পেয়ে শিশুরা খুবই আনন্দিত।
জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা পারভীন জানান, তার বিদ্যালয়ে সকাল দশটার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের উপস্থিতিতে বই বিতরণ করা হয়। নন্দিপাড়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন (লিলি) বলেন, নতুন বছরের শুরুতে কোমলমতি শিশুদের মধ্যে বই বিতরণ করতে পেরে নিজের কাছে অনেক আনন্দ লাগছে। যথাসময়ে বই পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মথুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে তার বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে অভিভাবকদেরকে মাস্ক পরে আসার অনুরোধ করেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখারও অনুরোধ করেন। শিশুদের প্রতিও এ বিষয়ে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন তিনি।