নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ৭৯ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উদযাপন কমিটি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপনে নানা আয়োজন গ্রহণ করে।
রাষ্ট্রপতির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে শনিবার বিকালে পুরাতন স্টেডিয়ামে হাজারো মানুষের ঢল নামে। রঙবেরঙের পোশাকে শিশু থেকে শুরু করে নানা বয়সী নারী-পুরুষ জমায়েত হন স্টেডিয়ামে।
রাষ্ট্রপতির ৭৯ তম জন্মদিনে ৭৯ পাউন্ডের কেক কাটা, পবিত্র কোরআন তেলাওয়াত এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতির বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহ আজিজুল হক, রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন প্রমুখ। পরে ফানুস ও বেলুন উড়ানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল। অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহেল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা বিএমএ’র সভাপতি ডা. মাহবুব ইকবাল, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুলসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সালমা, বাউল টুনটুন ও স্থানীয় শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।
এছাড়া ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সকল ইউনিয়ন এবং কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়েও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন করা হয়।