নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের নিকলী থেকে ৫০০ পিস ইয়াবাসহ শাহ আলম ভূঁইয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী উপজেলার সিংপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় শাহ আলম ভূঁইয়াকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ গ্রেফতার করা হয়। তিনি নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মোজাফরের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার শাহ আলম ভূঁইয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে নিকলী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন