নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব সদরে অভিযান চালায় র্যাব। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের ভিতর থেকে ১৩৫৪ পিস ভারতীয় শাড়ি ও ৫৮ পিস লেহেঙ্গা, নগদ চার হাজার টাকা উদ্ধার করে র্যাব। গ্রেফতার আনোয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শাহজাহানের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার আনোয়ার হোসেনকে একজন চোরাকারবারি হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদনি যাবত চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।