নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
এ উপলক্ষে রবিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জন্মদিনের কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, জেলা আাইনজীবী সমিতির সহ–সভাপতি এডভোকেট এম এ রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবীদের মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।
আপনার মন্তব্য করুন