ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

প্রতিবেদক
-
জুলাই ৭, ২০২১ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। আজ বুধবার সকালে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মোড়ে নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর),  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলা হয়। এতে পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী নিহত হন।

আপনার মন্তব্য করুন