নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিল্লু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত জুলমত মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কমলপুর আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতার জিল্লু মিয়া ২০২০ সনের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত।
পরে গ্রেফতারি সাজার পরোয়ানা মূলে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন