পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারে অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত পাকুন্দিয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ওষুধ বিক্রি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সততা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা ও আলো মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জ ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, পাকুন্দিয়া থানার এসআই শাহ কামালসহ অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।
ওষুধ পরিদর্শক তাহমিদ জামিল বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।