ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
-
জানুয়ারি ৬, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে

বৃহস্পতিবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন পাটুয়াভাঙা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আরফান উদ্দিন, নারান্দী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোতাহার হোসেন, চণ্ডিপাশা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে ময়না আক্তার এগারসিন্দুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঋণ খেলাপি, বয়স ২৫ বছর পূর্ণ না হওয়া গ্রেফতারি পরোয়ানা থাকায় ৯টি ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী, একজন সাধারণ সদস্য একজন সংরক্ষিত সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়

উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদ হল রুমে মনোনয়নপত্র স্বস্ব রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা  যাবে

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামি ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

আপনার মন্তব্য করুন