আশরাফ আলী সোহান একজন তরুন ইসলামী সঙ্গীত শিল্পী এবং তরুন উদ্যোক্তা। কিশোরগঞ্জ সদরের মুকসেদপুর গ্রামে জন্মগ্রহণ করে।
প্রাথমিক শিক্ষা জীবন প্রাইমারি স্কুলের মধ্য দিয়ে শুরু হলেও, পরবর্তী কিশোরগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া হতে হাফেজ এবং দাওরায়ে হাদিস (মাওলানা) সমাপ্ত করে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে অনার্স সমাপ্ত করে।
শিক্ষা জীবনে থাকা অবস্থায় ইসলামী সঙ্গীত এর সাথে জড়িত হয়। ইতো মধ্যে ইন্টারন্যাশনাল বিভিন্ন গানের প্লাটফর্মে গান রিলিজ হয়। এবং বেশ কিছু প্লাটফর্মে একাউন্ট ভেরিফাই হয়। এর মধ্যে অন্যতম অ্যাপল মিউজিক, স্পটিফাই, এমাজন মিউজিক, ডিজার, অডিওম্যাক, সাউন্ডক্লাউড উল্লেখ্যযোগ্য। প্রকাশিত গানের মধ্যে অন্যতম, ওগো নাবিজি, ছিলনা যখন, তোমায় স্মরি, একবার ইত্যাদি।
কর্মজীবনে একজন তরুন উদ্যোক্তা। ২০১৯ সালে ’নূর আইটি’ নামে একটি আইটি ফার্ম এর যাত্রা শুরু করে। ওয়েব ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটয়্যার ডেভলপমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। যেখান হতে সারাবিশ্বে আইটি সেক্টরে কাজ করে যাচ্ছে সুনামের সহিত।
স্বপ্ন হলো তরুন প্রজন্মকে আইটি সেক্টরে কাজে লাগানো এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে তুলে ধরা।