ঢাকাSunday , 11 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

একজন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানের কথা

প্রতিবেদক
-
July 11, 2021 10:36 pm
Link Copied!

সোহেল রানা, ঢাকা: চেহারায় মানবিকতার ছাপ। দুচোখে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কাজে দক্ষ, আচরণে মানবিক। চরিত্রে দৃঢ়তা ও সততার প্রতিচ্ছবি। পুলিশ বিভাগের এমন বহুগুণের অধিকারী হলেন আসাদুজ্জামান।

বাংলাদেশ পুলিশে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) ঢাকার মতিঝিল বিভাগে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

দেশেরে যে কজন পুলিশ কর্মকর্তার সততা, দক্ষতা ও মানবিক গুণে পুলিশের প্রতি মানুষেরি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে আসাদুজ্জামান তাদের একজন। মেধা ও মননের সবটুকু দিয়েই কর্মজীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী এই পুলিশ কর্মকর্তা। নিজের পরিবারের মতই কর্মক্ষেত্রেও সহকর্মী এবং অধিনস্তদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি। সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মানবিক এই পুলিশ কর্মকর্তা।

শিক্ষাজীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে পথ চলেছেন। এখনও সেই চেতনা বুকে লালন করে সমৃদ্ধ দেশ গড়ায় এগিয়ে যাচ্ছেন।

উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবসাতেন। দেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখতেন। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে গেলে তারা কখনও বিপথগামী হবেনা। আর এমন তরুণ প্রজন্মই অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে।  

আলোকিত সমাজ ও আলোকিত মানুষ গড়তে হলে আগে নিজেকে আলোকিত করতে হবে। সমাজকে আলোকিত করার মহান ব্রত নিয়েই এগিয়ে চলেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।

আপনার মন্তব্য করুন