নিজস্ব প্রতিবেদক: বর্তমানে রাজনীতির মাঠে সরকারি দল আর প্রধান বিরোধী দল যেন একে অপরের চির শত্রু। সহশীলতার বড়ই অভাব। কিন্তু ব্যতিক্রম কিশোরগঞ্জের হাওর অঞ্চলে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাওর অঞ্চলে এমন চিত্রই দেখা গেছে।
হাওর উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামের ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারি। এবার এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক ছিলনা। ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী যেমন ছিলেন, তেমনি বিএনপিরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। নির্বাচিত হয়ে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে। অষ্টগ্রাম থেকে শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে মিঠামইনে যান বিজয়ী চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। সংসদ সদস্যের বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় তিনি সংসদ সদস্যের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদ সদস্যের নিরপেক্ষ ভূমিকার কারণেই হাওরে এমন নির্বাচন সম্ভব হয়েছে। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সংসদ সদস্যের ভূয়সি প্রশংসা করে বলেন, তিনি তার পিতা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এর প্রতিচ্ছবি। হাওরের উন্নয়নে রেজওয়ান আহাম্মদ তৌফিক পিতার মতই বলিষ্ঠ ভূমিকা রাখছেন বলে তিনি মনে করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে। অষ্টগ্রাম থেকে শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে মিঠামইনে যান বিজয়ী চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। সংসদ সদস্যের বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় তিনি সংসদ সদস্যের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদ সদস্যের নিরপেক্ষ ভূমিকার কারণেই হাওরে এমন নির্বাচন সম্ভব হয়েছে। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সংসদ সদস্যের ভূয়সি প্রশংসা করে বলেন, তিনি তার পিতা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এর প্রতিচ্ছবি। হাওরের উন্নয়নে রেজওয়ান আহাম্মদ তৌফিক পিতার মতই বলিষ্ঠ ভূমিকা রাখছেন বলে তিনি মনে করেন।
সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক অষ্টগ্রাম সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময়
তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্যই হাওরে দলীয় প্রতীক নৌকা রাখা হয়নি। জনগণ তাদের ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন। এটাই এখানকার রেওয়াজ বলে তিনি মন্তব্য করেন। জনগণের মন জয় করে সততা ও আদর্শ বজায় রেখে কাজ করার জন্য তিনি সৈয়দ ফাইয়াজ হাসান বাবুকে পরামর্শ দেন।
তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্যই হাওরে দলীয় প্রতীক নৌকা রাখা হয়নি। জনগণ তাদের ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন। এটাই এখানকার রেওয়াজ বলে তিনি মন্তব্য করেন। জনগণের মন জয় করে সততা ও আদর্শ বজায় রেখে কাজ করার জন্য তিনি সৈয়দ ফাইয়াজ হাসান বাবুকে পরামর্শ দেন।
উল্লেখ্য, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপির সদস্য।
আপনার মন্তব্য করুন