ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর সৌজন্যে শীতার্তদের মাঝে তিনশত কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর শাখা প্রধান মো. মেহবুব হোসেন খাঁন।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান ঠাকুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি উবায়দুর রহমান সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিজয় রায় প্রমুখ।
আপনার মন্তব্য করুন