নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গ্রেফতার রাশেদউল্লাহ খান আখাউড়া থানার ২০১৭ সনের ১৫ এপ্রিলের একটি মাদক মামলায় (মামলা নং-১৬ জিআর ১০৫/১৭) ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, সাজাপ্রাপ্ত আসামি রাশেদউল্লাহ খান আখাউড়া রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া উপজেলার দেবগ্রামের (পূর্বপাড়া) মৃত হাবিব উল্লাহ খানের ছেলে।
পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন