কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজ হওয়ার এক মাস পরও সন্ধান মিলেনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবুল হাসিমের (৭০)। গত ৭ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে দাবি পরিবারের। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের বাসিন্দা। আবুল হাসিম সিপিবির চান্দপুর–মানিকখালী আঞ্চলিক কমিটির সদস্য এবং ইউনিয়ন কৃষক সমিতির সদস্য বলে জানিয়েছেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু। তার সন্ধান পেতে পুলিশের পাশাপাশি তার পরিবার ও সিপিবির পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।
আবুল হাসিমের ছোট ভাই আবদুর রহমান জানান, ৭ ডিসেম্বর গ্রামের এক মেম্বার প্রার্থীর সাথে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেখান থেকেই তার ভাই নিখোঁজ হয়েছেন বলে তিনি শুনেছেন। পরে কটিয়াদী উপজেলার বিভিন্ন বাজারে হাসিমের খোঁজে মাইকিং করেন তিনি। কোন সন্ধান না পেয়ে ৯ ডিসেম্বর কটিয়াদী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
আবুল হাসিমের পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলায় আবুল হাসিমের শ্বশুর বাড়িতে থাকেন বলে জানা গেছে।
কটিয়াদী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, আবুল হাসিম নিখোঁজের পর তিনি জানতে পেরেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন স্থানীয় এক মেম্বার প্রার্থীর সঙ্গে কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন । তবে নিখোঁজ হওয়ার পর এলাকার কোন প্রার্থীই স্বীকার করছেন না যে, হাসিম কার সঙ্গে গিয়েছিলেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম শাহাদাত হোসেন জানান, আবুল হাসিম নিখোঁজ হওয়ার পর তার ছোট ভাই থানায় সাধারণ ডায়রি করেছেন। এরপর থেকে বিভিন্ন থানায় তার ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। তার সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম জানান, আবুল হাসিমের সন্ধান পেতে পার্টির পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।