নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় রাজিয়া সুলতানা নূপুর (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই ছাত্রী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে চাচাতো ভাই শামীম মিয়ার সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
রাজিয়া সুলতানা নূপুর উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের মো. খুররম মিয়ার মেয়ে। সে স্থানীয় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে চড়ে ওই ছাত্রী ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে নরসুন্দা নদীর ওপর সেতু পার হওয়ার পর একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নূপুর ছিটকে পড়ে যায় ভ্যানের নিচে। আর ভাই পড়ে যায় উল্টো দিকে। গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, দুর্ঘটনার পর উপস্থিত লোকজন চালককে ধরে থানায় সোপর্দ করেছে। কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।