পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন জানান, উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম, জামাল হোসেন জজ মিয়া ও মো. বিল্লাল হোসেন। নারান্দি ইউনিয়নে ৩জন হলেন, এইচ. এ জাওয়াদ, মজিবুর রহমান (সোহাগ) ও ফজলুল হক। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে হুমায়ুন কবির, চণ্ডিপাশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, হোসেন্দি ইউনিয়নে আব্দুল হাই মাস্টার, সুখিয়া ইউনিয়নে নাজমুল হক বাচ্চু ও মোস্তফা কামাল।
তিনি আরো জানান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী ১০জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আজ শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।