নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব পৌর এলাকার নাটালের মোড়ে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটালের মোড়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার আটক করে র্যাব। পরে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে আব্দুল্লাহ (৪৫) ও একই উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমদ (২২)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।