নিজস্ব প্রতিবেদক: কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবুল হাসিমের (৭০) সন্ধান দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি। শুক্রবার সকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে আবুল হাসিমের সন্ধান দাবি করে বক্তারা বলেন, প্রকাশ্য দিনের বেলায় একজন মানুষ নিখোঁজ হয়েছেন। অথচ একমাস পরও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে কটিয়াদী থানায় জিডি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে পারছেনা। সেটা আমাদের জন্য কষ্টকর।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি প্রমুখ।
উল্লেখ্য, কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সিপিবি ও কৃষক সমিতির সদস্য আবুল হাসিম গত ৭ ডিসেম্বর কটিয়াদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন স্থানীয় এক মেম্বার প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে তিনি নিখোঁজ হন বলে দাবি পরিবারের।
এ ব্যাপারে আবুল হাসিমের ছোট ভাই আবদুর রহমান গত ৯ ডিসেম্বর কটিয়াদী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।