নিজস্ব প্রতিবেদক: কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ পৌর কমিটির সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে দেবব্রত দাস দেবুকে সভাপতি, রফিক ভূঞাকে সাধারণ সম্পাদক ও সুমন মিয়াকে সহ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন আব্দুর রহমান রুমি, রঞ্জিত কুমার সরকার, সাইফুল ইসলাম, রজব আলী, আবুল হাসেম, রফিকুল ইসলাম সৈয়দ, আরজু মিয়া ও মহিতোষ দাস।
কমিউনিস্ট পার্টি শ্রমিক শাখার সম্পাদক কমরেড আবদুর রহমান রুমীর সভাপতিত্বে এবং শহর শাখার সম্পাদক কমরেড এডভোকেট হাসান ইমাম রন্জুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবুল হাসেম মাস্টার ও শ্রমিক নেতা কমরেড সিরাজুল ইসলাম ছাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড দেবব্রত দাস দেবু, কমরেড রন্জিত সরকার, কমরেড সাইফুল ইসলাম, কমরেড শাজাহান কবীর, কমরেড রফিক ভূঞা, কমরেড রজব আলী, কমরেড আবুল হাসেম, কমরেড আলী আকবর রাজ্জাকী কামরুল, কমরেড শিপন মিয়া, কমরেড সুমন মিয়া, কমরেড আরজু মিয়া, কমরেড রাধা চক্রবর্তী প্রমুখ।
বক্তাগণ দ্বাদশ কংগ্রেস ও জেলা সম্মেলনকে সামনে রেখে জাতীয় এবং স্থানীয় ১০ দফা দাবি আদায়ে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করা, শ্রমিক গণ আন্দোলন সৃষ্টি করার মাধ্যমে কিশোরগঞ্জ পৌর এলাকায় বর্তমান ৫ টি শাখার স্থলে ৯ টি শাখা গঠন করার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির পরিচিতি শেষে প্রধান অতিথি কমরেড সৈয়দ নজরুল ইসলাম সকলকে শপথবাক্য পাঠ করান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।