নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে হেলাল মিয়া (২৫) নামে একজনকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে।
অপর অভিযানে একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে ফেরদৌস আলম (২২), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শ্যামবাড়ি গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে নাজমুল শেখ (২২), একই জেলার তারাশ উপজেলার বাসতুল (পালাশি) গ্রামের মহির উদ্দিনের ছেলে আলতাফ মিয়া (৪০) ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বেরী পটল গ্রামের আবু হানিফের ছেলে বাবু ইসলাম (২০)।
অপর এক অভিযানে চার কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ একহাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তার হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাসানি গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে রনি খাঁন (২৪) ও একই উপজেলার শিংগারবিল গ্রামের শাহিন মিয়ার ছেলে শুভ্র (২০)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার সাতজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আশুগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।