নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রী রাজিয়া সুলতানা বন্যা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানিয়ে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সামনে নান্দাইল–তাড়াইল সড়কে এক ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সাবেক সদস্য কামরুজ্জামান মানিক, আলী আসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা গ্রহণ করে চাচাতো ভাই হামীম মিয়ার সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী রাজিয়া সুলতানা বন্যা কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।