হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শিক্ষার্থী ভর্তি, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরেপড়া রোধ ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে অভিভাবক সমাবেশের আয়োজন করে আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (আশুতিয়া ক্লাস্টার) শাহানারা আক্তার শাওন, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল কাইয়ুম খান, আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার সুপার লিয়াকত আলী, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান চুন্নু, প্রধান শিক্ষক নাছিমা খাতুন, মো. শহীদুজ্জামান ফয়েজ, সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক মো. আমিনুল হক, শিউলী আক্তার, প্রাক্তন সভাপতি মো. মতিউর রহমানসহ অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।