ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বালুবোঝাই ট্রাক্টর উল্টে দুজনের মৃত্যু

প্রতিবেদক
-
জানুয়ারি ১৮, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল ( ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে বালুবোঝাই ট্রাক্টর উল্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) আব্দুস ছাত্তারের ছেলে রাফাত (২২)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টরটিতে বালুবোঝাই করে আতকাপাড়া নেওয়ার পথে ফরিদ মিয়ার ফিসারির কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে পানিতে ডুবে যায় মোস্তফা রাফাত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, চামটা থেকে আতকাপাড়া গ্রামে যাওয়ার রাস্তাটি কাচা হওয়াতে অনেক গর্ত হয়ে আছে। রাতের বেলায় বালুবোঝাই করে নেওয়ার সময় উল্টে দুজন মারা গেছে। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। 

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ঘটনার খবর পেয়ে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন