ঢাকাTuesday , 18 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক ও পিকআপে গাঁজা পাচারের সময় তিনজন গ্রেফতার

প্রতিবেদক
-
January 18, 2022 10:53 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: ট্রাক ও পিকআপে করে গাঁজা পাচারের সময় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে র‌্যাবের একটি দল আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা ও নগদ সাড়ে চার হাজার টাকাসহ মামুন মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিন নগরের মৃত আবু সুফিয়ানের ছেলে।

পরে অপর এক অভিযানে র‌্যাব সদস্যরা একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজা ও নগদ এক হাজার টাকা জব্দ করে। এ সময় গ্রেফতার করা হয় দুজনকে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরীফ (২১) ও একই উপজেলার পাহাড়পুর গ্রামের আলীম মিয়ার ছেলে রিপন মিয়া (১৯)।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন