হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি হোসেনপুর শাখা।
ঢেকিয়া খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনজুর আহাম্মদ প্রমুখ।
খেলায় ছেলেদের তিনটি ও মেয়েদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এরমধ্যে ছেলে (ছোট) ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে অধ্যয়নরত অনূর্ধ ১৪ বছর বয়সের ৪ ফুট ৯ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট, ছেলে (মধ্যম) ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত অনূর্ধ ১৪ বছর বয়সের ৫ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট, ছেলে (বড়) ৯ম-১০ম শ্রেণিতে অধ্যয়নরত অনূর্ধ ১৭ বছর বয়সের ৫ ফুট ৩ ইঞ্চির অধিক উচ্চতা বিশিষ্ট, মেয়ে (মধ্যম) ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে অধ্যয়নরত অনূর্ধ ১৪ বছর বয়সের ৪ ফুট ১০ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ও মেয়ে (বড়) ৯ম-১০ম শ্রেণিতে অধ্যয়নরত অনূর্ধ ১৭ বছর বয়সের ৪ ফুট ১০ ইঞ্চির অধিক উচ্চতা বিশিষ্ট।
ইভেন্টের মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন। উপজেলার প্রায় সবকটি স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।
আগামী ২৫ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।