নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার পালাহার নামক স্থানে ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্ঘটনাটি ঘটে।
নিহত কাঞ্চন মিয়া (২৮) উপজেলার ধরগাও উকুন্দি পাড়ার আব্দুল বারিক মাস্টারের ছেলে। আহতরা ছিলেন ইজিবাইকের যাত্রী। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ঘটনাস্থল থেকে ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।