নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের ধর্মীয়, দক্ষতা বিষয়ক ও গবাদি পশুপালন বিষয়ক ৯ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার কিশোরগঞ্জ শ্রীশ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক স্বপন কুমার রায়, প্রশিক্ষণার্থী রনি সরকার,অরিন্দ চক্রবর্তী, পলাশ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট অনির্বাণ পাল চৌধুরী।
উল্লেখ্য, ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ১২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ৯ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলার ২৫ জন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।