নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি শ্রমিক শাখা। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণাকে অযৌক্তিক এবং জুলুম হিসেবে উল্লেখ করে বলেন, মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা কিশোরগঞ্জ টেক্সটাইল মিল চালু করা, কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ও মোড় প্রশস্থকরণ ও গণ শৌচাগার স্থাপন, অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অটোশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের মুক্তি দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
জেলা কমিউনিস্ট পার্টি শ্রমিক শাখার সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, কিশোরগঞ্জ পৌর কমিউনিস্ট পার্টির সভাপতি দেবব্রত দাস দেবু ও সাধারণ সম্পাদক রফিক মিয়া, অধ্যাপক ফরিদ আহম্মদ, মাহতাব উদ্দিন, সুমন মিয়া প্রমুখ।