নিজস্ব প্রতিবেদক: এটিএন বাংলা ও এটিএন নিউজের সাবেক কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আলমগীর শাহজাহান রেজা (৭৮) আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। শনিবার জোহরের নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ছিলেন।
আপনার মন্তব্য করুন